এম এ খালেক খান পিভিএম :
“প্লাস্টিক দূষণ সমাধানে- সামিল হই সকলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এরই ধারাবাহিকতায় ৫ জুন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট প্রকল্পের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
দিনের কর্মসূচির অংশ হিসাবে সকালে জেলা প্রসাশকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বগুড়া জিলা স্কুল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ। র্যালীতে বগুড়া জেলা প্রসাশন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,গ্রাম উন্নয়ন কর্ম গাক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেয়।র্যালী শেষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মুহাঃ আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।তিনি বলেন প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকারক একটি পণ্য।যা আমাদের পরিবেশকে মারাত্মক ভাবে দুষণ করছে। আগামীতে সুন্দর বাংলাদেশে গড়ার জন্য তিনি প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করেন।আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার,জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিয়া সুলতানা প্রমুখ।
কর্মসুচীর দ্বিতীয় পর্বে গাক এসইপি প্রকল্পের আয়োজনে পরিবেশ ক্লাবের উদ্যোগে বগুড়ার বিসিক শিল্প নগরীতে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিনব্যাপি কর্মসূচি হয়।বিসিক শিল্প নগরী ও বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে জড়িত প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তাদের অংশ গ্রহণে র্যালীটি বিসিক নগরী থেকে শুরু করে আহমদিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে শেষ হয়।পরবর্তীতে গাকের পরামর্শক মোবারক হোসেন তালুকদারের সভাপতিত্বে গাকের সমন্বয়কারী ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন মোঃ জিয়াউদ্দিন সরদারের সঞ্চালনায় বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার বিসিকের উপমহাব্যবস্থাপক কে,এম মাহফুজুর রহমান।প্রধান অতিথি বলেন বিশ্বে প্রতিনিয়ত পরিবেশ দূষণ বাড়ছে।এই ক্রমবর্ধমান দূষণের কারণে প্রকৃতির অবস্থা দিনের পর দিন শোচনীয় হয়ে উঠছে।আর সেই প্রকৃতিকে বাঁচানোর লক্ষ্যে সকলকে নিজ নিজ জায়গা হতে সচেতন হবার আহবান জানান।বিশেষ করে একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য বর্জন ও সকল প্রকার প্লাস্টিক পণ্য ব্যবহারে সকলকে অনুৎসাহিত করেন।বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়ার শিল্পনগরী কর্মকর্তা মোঃশাহিনুর রহমান।শেষে বিসিক নগরীতে গাছের চারা রোপণ ও ১০টি ওয়ার্কশপের মালিকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের কর্মকর্তা মোঃ সম্রাট আলী, সাখাওয়াত হোসেন, হাসান সাদিক, মাসুদ রানা, রিয়াদ মাহমুদ,মালেক আকন্দ,রেজাউল করিম রেজা, সহ-সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি ও স্বত্বাধিকারী রেজা ইঞ্জিনিয়ার্স, বগুড়া। মোঃ নুরুল আলম, স্বত্বাধিকারী, স্মরণ ইন্জিনিয়ারিং ওয়ার্কস বগুড়া।গাকের এসইপির প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম।