এম এ খালেক খান পিভিএম :
বাংলাদেশের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় পরিদর্শনরত টিএমএসএস প্রতিনিধি দলের উপস্থিতিতে অস্ট্রেলিয়ার জিং গ্রুপ হোল্ডিংসের সাথে টিএমএসএস এর চুক্তি স্বাক্ষর অন্তে দলিল হস্তান্তর হচ্ছে।এ চুক্তি স্বাক্ষর প্রোগ্রাম চলছে অস্ট্রেলিয়ার রয়েল কুইন্সল্যান্ড গলফ ক্লাব অডিটরিয়ামে।এই চুক্তিবলে টিএমএসএসের বায়োমলিকুলার ল্যাবকে আইএসও সার্টিফিকেট দেওয়ার সকল প্রক্রিয়া ও প্রশিক্ষণ শেষ করতে হবে।অস্ট্রেলিয়ান এক্সপার্টগণ টিএমএসএসের উপযোগী জনবলকে প্রশিক্ষণ দিয়ে এক্সপার্ট বানিয়ে দেবেন বলে আশ্বাস দেন।এ সময় টিএমএসএস প্রতিনিধি দলে টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম ও জিং গ্রুপ হোল্ডিংসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।