এম এ খালেক খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সফিপুর প্রশিক্ষণ একাডেমিতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেরা ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ৮ জুন সফিপুর আনসার ভিডিপি একাডেমির দরবার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি।মহাপরিচালক বলেন মানুষের শরীরে যেমন পুষ্টির প্রয়োজন,তেমনী মনের চাহিদা মেটাতে খেলাধুলার প্রয়োজন।তিনি আনসার ভিডিপি বাহিনীর বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে অবদানের কথা বিশেষ ভাবে স্মরণ করেন।এ সময় মহাপরিচালক আরো বলেন ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক অনন্য নাম।এ বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে।ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যের পেছনে এই বাহিনীর ক্রীড়াবিদদের ভূমিকা অনস্বীকার্য।তিনি বলেন গত অর্থ বছর বাহিনীর স্থায়ী ও ভাতাভুক্ত ৫৭১ জন ক্রীড়াবিদ দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্যের স্বাক্ষর রাখেন।এ বাহিনী জাতীয় পর্যায়ে ৩০টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৩৪টি স্বর্ণ,২০৩টি রৌপ্য ও ১২৮টি ব্রোঞ্জ পদক জেতার গৌরব অর্জন করেন।এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির সাবেক ও বর্তমান প্রখ্যাত ক্রীড়াবিদের মধ্যে উল্লেখযোগ্য দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,গ্র্যান্ড মাস্টার জিয়া ও ভারোত্তোলনের মাবিয়া আক্তার সীমান্ত প্রমুখ।এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম পিবিজিএম (বার)বিএএম এনডিসি,উপমহাপরিচালক প্রশাসন কর্ণেল মোঃ নাজিম উদ্দীন,উপমহাপরিচালক অপারেশন্স একেএম জিয়াউল আলম,পরিচালক বৃন্দ ও বাহিনীর অন্য কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।