পাবনা প্রতিনিধি
পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের ৭ কোটি টাকা ফেরৎ যাওয়ার প্রতিবাদে এবং ইছামতি নদী উন্নয়ন প্রকল্পের কাজ আগামীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নের দাবিতে সেমিনার অনুষ্ঠিত। পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সকাল ১১ টা থেকে শুরু হয় প্রথম পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম। সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাহিত্য সামাজিক সংগঠন এর সভাপতি সাধারণ সম্পাদক গণ।