স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর উদ্যোগে ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের ১৩ টি দলের কর্মকর্তাদের নিয়ে ২০১২-২০২৩ অর্থবছরে নির্বাচিত সেবা সহজিকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ বিষয়ক ০১ (এক) দিনের কর্মশালা আজ ১৪-০৬-২০২৩ খ্রিঃ সকাল ৯.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত ) ডাক ভবন, ডাক অধিদপ্তর, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এটুআই-এর উপসচিব জনাব মোঃ লুতফর রহমান, সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ সানাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জেলা প্রশাকের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা তথ্য অফিস, জেলা ক্রীড়া অফিস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। ওয়ার্কিং সেশনে প্রত্যেকটি দপ্তর তাদের প্রদত্ত সেবাসমূহের মধ্যে একটি করে সেবা প্রদানে প্রয়োজনীয় সময়, খরচ ও ভিজিট সংখ্যা কমানোর জন্য নতুন প্রসেস ম্যাপ তৈরি করে উপস্থাপন করেন। এই নতুন সেবা প্রদান পদ্ধতি বাস্তবায়ন হলে সেবাগ্রহীতাগণ অপেক্ষাকৃত কম সময়, কম খরচে ও সহজে সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এটুআই কর্মকর্তাগণ।