সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে ঃ জামালপুরের বকশীগঞ্জ দৈনিক মানবজমিন প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মী অংশ নেন। বক্তব্য দেন যুগান্তরের রফিক আহমেদ মিঠু, ইত্তেফাকের আবুল কালাম, যায়যায়দিনের নুরুল ইসলাম খান, ভোরের ডাকের এএসএম গোলাম ফারুক আকন্দ, মানবজমিনের এনায়েতুর রহমান, আমাদের সময়ের আব্দুস সাত্তার, কালের কন্ঠের আব্দুল হালিম, ভোরের কাগজের হাফিজুল ইসলাম স্বপন, সাংবাদিক আসাদুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে নাদিমকে নৃশংসভাবে হত্যা করেন।’ সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সঠিক সংবাদ প্রকাশ করেও সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হয়েছে। দীর্ঘ দিনেও সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার বিচার হয়নি। আমরা জানি না, নাদিম হত্যার বিচার হবে কিনা। হত্যাকারী ইউপি চেয়ারম্যান বাবুসহ খুনিদের দ্রুত বিচারে ফাঁসির দাবি জানান তারা।