রাসিক নির্বাচনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন

রাসিক নির্বাচনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন

BMTV Desk No Comments

এম এ খালেক খান পিভিএম :

আসন্ন রাসিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।রাজশাহী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এ প্রস্তুতি সম্পন্ন করেছেন।রাসিক নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটা ভোট কেন্দ্রে ১২ জন করে মোট ১৫৫টি ভোট কেন্দ্রের জন্য ১ হাজার ৮৬০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য,সদস্যা নিয়োজিত থাকার পাশাপাশি কেন্দ্র প্রতি একজন পিসি,এপিসি অস্ত্রসহ, ছয়জন পুরুষ সদস্য লাঠি ও চারজন মহিলা সদস্য লাঠিসহ সারা দিন সার্বক্ষনীক অবস্থান করবেন।সেই সাথে পাঁচজন করে ব্যাটালিয়ন আনসার ১৫টি টিমে স্ট্রাইকিং টিম হিসাবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষনীক টহল দেবে।রাসিক নির্বাচনে মোতায়েনকৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য ১৮ জুন সারাদিন ব্যাপী প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের আয়োজন করা হয়।প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ১৯ আনসার ব্যাটালিয়নের সিও,পরিচালক মো.আব্দুল মজিদ।অনুষ্ঠানে রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম,জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনাসহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে জেলার সকল উপজেলা অফিসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক,প্রশিক্ষীকাগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ১৯ আনসার ব্যাটালিয়নের সিও,পরিচালক আব্দুল মজিদ উপস্থিত ১ হাজার ৮৬০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।পিসি ও এপিসিদের শর্টগানের লোড,আনলোড ও মেকসেফ অনুশীলন করানো হয়।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত সকল সদস্যদের নির্বাচনকালীন সময়ে তাদের করনীয়,দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপস্থিত সকল সদস্যদের সজাগ ও প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন।এ সময় সরকারি নানা পদমর্যাদার কর্মকর্তা,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য,সদস্যা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

LATEST POSTS