এম এ খালেক খান পিভিএম :
ঢাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে বাহিনীর মহাপরিচালকের সাথে ১৮ জুন আনসার-ভিডিপি একাডেমি ও রেঞ্জ কার্যালয় সমূহের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম পিবিজিএম বার বিএএম,উপমহাপরিচালকগন, ঢাকা রেঞ্জ কমান্ডার ফাতেমা সুলতানা,রংপুর রেঞ্জ ডাইরেক্টর মোঃ আব্দুস সামাদসহ সকল রেঞ্জ কমান্ডারবৃন্দ,আনসার ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট,পরিচালকবৃন্দ ও বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে মহাপরিচালকের সাথে সকল উপমহাপরিচালক,রেঞ্জ পরিচালকবৃন্দ রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্টের সাথে ২০২৩-২৪ অর্থ বছরের এপিএ চুক্তি স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক সাধারণ আশরাফুজ্জামান ফোকাল পয়েন্ট,এপিএ।সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।এ সময় বাহিনীর মহাপরিচালকের পিএসটু ডিজি কর্ড,অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।