স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ময়মনসিংহ জেলা শাখা আজ সোমবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আযোজনে করে।
বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ময়মনসিংহ জেলা শাখা র সভাপতি মোঃ চাঁন মিঞা ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের আহ্বান জানান। তারা বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষা সরকারিকরণ করা এখন সময়ের দাবি। দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বানও জানান শিক্ষকরা। ##
মতিউল আলম