রংপুরের মাহিগঞ্জে আনসার ভিডিপির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ই-গভন্যান্স বাস্তবায়নে  প্রশিক্ষণ কর্মশালা 

রংপুরের মাহিগঞ্জে আনসার ভিডিপির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ই-গভন্যান্স বাস্তবায়নে  প্রশিক্ষণ কর্মশালা 

June 21, 2023 80 Views

এম এ খালেক খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুরের মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতাভূক্ত ই-গভর্ন্যান্স বাস্তবায়নে ডি-নথি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।রংপুর জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তাদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতাধীন ই-গভর্ন্যান্স বাস্তবায়নে ২০ জুন দিনব্যাপি“ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা”অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন রংপুর রেঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট মাহবুব উজ জামান।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম পিভিএমএস।প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন“জাতির জনকের স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়া। জাতির জনকের সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী।মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ হচ্ছে স্মার্ট বাংলাদেশ গঠন করা ও জ্ঞান, বিজ্ঞান,প্রযুক্তিসহ সকল দিক থেকে অন্যন্য উন্নত এক বাংলাদেশ গড়া।বর্তমান সরকার জনবান্ধব সরকার।আর এজন্যই স্মার্ট বাংলাদেশ গড়ার উপযোগী স্মার্ট জনপ্রশাসন গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য।আর সরকারের এলক্ষ্য বাস্তবায়নের উদ্দ্যেশ্যেই পরিচালিত হচ্ছে এই প্রশিক্ষণ।ই-গভর্ন্যান্স বাস্তবায়নে তাই ডি-নথি বিষয়ক ব্যবস্থাপনার উপর দক্ষতা অর্জন করে আনসার বাহিনীকে জনবান্ধব উন্নত স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সকল ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টগণ।

সাম্প্রতিক