ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১০

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া মোড় এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী আরশাদুল ওরফে আরিফ (২০) , পিতা-মোঃ মোতালেব, (মোবা-০১৩১৪-৯৬৩৯১৫), সাং-কড়ইবাড়ী, রংপুর, থানা-মধ্য নগর, জেলা-সুনামগঞ্জ, এপি সাং-দীঘলচালা, (শ্বশুড় ছাত্তার এর বাড়ী), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ, মারুফ হোসেন (১৯), পিতা-মোঃ সুলতান, সাং-তারাগাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্র্রেফতার করেন।

এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মাসকান্দা সাকিনস্থ কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেস্টা মামলায় আসামী মোঃ সোহেল (৩৫), পিতা-মোঃ মাসুদ @ মাসুম, মাতা-মিনা বেগম, সাং-আকুয়া চৌরঙ্গী মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, এ/পি- মাসকান্দা, (পাসপোর্ট অফিসের গলির শেষ মাথায় সেকান্দর মিয়ার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে(১) একটি কালো ও খয়েরী রংয়ের ফোল্ডিং চাকু, যাহা বাটসহ লম্বা অনুমান ১৭ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় লম্বা অনুমান ৯.৭ সেঃ মিঃ, যাহার স্টীলের অংশ একপাশ ধারালো উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আরিফুল ইসলাম, কোতোয়ালী থানা, এসআই (নিঃ) রুবেল মিয়া, ০১নং ফাড়ি, এএসআই আবু সায়েম, ০৩নং ফাড়ি, সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার গ্রেফতারকৃতরা হলেন, আঃ রহিম (৪২), পিতা-মৃতঃ শামসুল হক, সোহাগ (৪৫), পিতা-মৃতঃ শামসুদ্দিন, উভয় সাং-গোহাইলকান্দি ইন্দিরাপাড়, আরিফ (৩০), পিতা-শহিদুল ইসলাম, সাং-সানকিপাড়া শেষ মোড়, থানা-কোতোয়ালী আকাশ (২৮), পিতা-আঃ মালেক, সাং-হালুয়াঘাট মধ্যবাজার, থানা-হালুয়াঘাট, মাজহারুল ইসলাম (আশিক) (২০), পিতা-মোঃ জুয়েল মিয়া , ঠিকানা: স্থায়ী: (নাগলা বাজার) থানা- হালুয়াঘাট, জেলা -ময়মনসিংহ

ইহাছাড়াও এসআই(নিঃ) উত্তম কুমার দাস ০১টি সিআর এবং এএসআই(নিঃ) সোহেল রানা, ০৩নং ফাড়ি ০১টি জিআর থানা এলাকা হতে তামিল করেন।
সিআর গ্রেফতারী পরোয়ানায় আব্দুস সামাদ (), মৃতঃ সাদিক মিয়া, স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ (ঝাউগড়া নামাপাড়া) , থানা- ময়মনসিংহ।
জিআর গ্রেফতারী পরোয়ানায় সোহেল (৩৪), পিতা-মাসুম, স্থায়ী : গ্রাম- আকুয়া (পার্ট) (আকুয়া চৌরঙ্গি মোড়) , থানা- ময়মনসিংহ সদর কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।