নেত্রকোনায় টিএমএসএসের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

image

You must need to login..!

Description

এম এ খালেক খান পিভিএম : বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত নেত্রকোনা জেলার মদন উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।নেত্রকোনা জেলার টিএমএসএস মদন শাখার উদ‍্যোগে সিটি ব‍্যাংকের সহায়তায় ২৪ জুন প্রান্তিক চাষিদের মধ্যে উফসি জাতের ব্রী ৪৯ ধানের বীজ বিতরণ করা হয়।
মদন উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অডিটোরিয়ামে টিএমএসএস আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মদন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান,মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান ও মদন উপজেলা পিআইও শওকত জ্জামান প্রমুখ।অনুষ্ঠানে এসআই মুজিবুর রহমান,মদন পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার মোঃ ঈশা খান প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন।তিনি উপস্থিত সকল কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা কানান।তিনি বলেন টিএমএসএসের লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরো বলেন টিএমএসএস আগামীতে আরো বেশী বেশী করে এমন কর্মকান্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মদন উপজেলার বিভিন্ন এলাকার ৩৬০ জন দরিদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি জনকে ১০ কেজি করে ব্রী ৪৯ ধানের বীজ ফ্রী বিতরণ করা হয়।এ সময় টিএমএসএসের মদন উপজেলা শাখার কর্মকর্তা,সুবিধাভোগী কৃষক,স্থানীয় গন্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,এনজিও কর্মী,জনপ্রতিনিধি,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার