বগুড়ায় জাতিসংঘভূক্ত বিশ্ব খাদ্য কার্যক্রমের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

পাবনা  প্রতিনিধি :

জাতিসংঘ ভূক্ত বিশ্ব খাদ্য কার্যক্রম(WFP) এর Country Director,Dom Scalpelli এর সভাপতিতে”women’s empowerment and gender equality,particularly Women empowerment through Development education” শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান ও মূখ্য আলোচক হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসেনে আরা বেগম।অনুষ্ঠানে দেশ বিদেশের উন্নয়ন একটিভিসগন অনলাইনে ওপেন সেশনে প্রশ্ন ও তাদের অভিমত ব্যক্ত করেন।Women Development celebrity হিসাবে চীফ লেকচারার সকলের সব প্রশ্নে বাস্তব সম্মত ও ব্যবহার্য পদ্ধতির জবাব দেন।বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে জাংক ফুড,ফাস্ট ফুড ও তেলযুক্ত খাদ্যের পরিবর্তে দেশীয় গ্রাম্য ডোবা,নালা,জোলা ও খাল বিলে জন্ম নেওয়া কচু, ঘেজু,শাক সবজি ও লতা,পাতা ভক্ষণ করে ভিটামিন যুক্ত প্রাকৃতিক নিরাপদ খাদ্যের প্রতি আগ্রহী করে তোলাসহ এ সকল খাদ্যে অনুশীলনে উদ্বুদ্ধ করণ জাতীয় ভিত্তিক প্রকল্প গ্রহনের প্রতি আহ্বান ও আশ্বাস পাওয়া যায়।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার