রংপুরে আনসার ভিডিপি সদস্যদের করণীয় বিষয়ে মতবিনিময় 

image

You must need to login..!

Description

এম এ খালেক পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলার মাহিগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্র”দেশের আইন শৃংখলা রক্ষা,নির্বাচনী দায়িত্ব পালন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখায় ভিডিপি সদস্যদের করনীয়”বিষয়ক মতবিনিময় সভা ১৯ জুলাই অনুষ্ঠিত হয়।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট ও রংপুর জেলা জেলা কমান্ড্যান্ট অঃ দাঃ হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম পিভিএমএস।
প্রধান অতিথি বলেন আইন মানা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইন প্রয়োগে সহযোগিতা করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব।উন্নয়নের পূর্বশর্ত হলো আইন শৃংখলার পরিবেশকে উন্নয়নবান্ধব করা।তিনি বলেন আপনারা যারা ভিডিপি গ্রাম পর্যায় থেকে শুরু করে অপরাধমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রধান কারিগর হিসাবে ভূমিকা রাখতে পারেন। আপনাদেরকেই উপহার দিতে হবে অবাধ,নিরপেক্ষ,গ্রহনযোগ্য, উৎসবমূখর,পরিচ্ছন্ন একটি জাতীয় সংসদ নির্বাচন।দক্ষ জননশক্তি গড়ার অনবদ্য কারখানা আনসার বাহিনীর কারিগরি,বৃত্তিমূলক ও আত্মককর্মসংস্থান সৃষ্টিমূলক প্রশিক্ষণ নিয়ে আপনাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দুর করতে হবে বেকারত্বকে। গড়তে হবে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।বিশেষ অতিথি রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশগড়ার নিবেদিত সৈনিক হিসাবে সকল প্রতিবন্ধকতাকে মাড়িয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য কাধে কাধ মিলিয়ে কাজ করতে সকল ভিডিপি প্রশিক্ষনার্থীদের উদাত্ত আহবান জানান।মতবিনিময় সভায় সশস্ত্র ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৯০ জন প্রশিক্ষণার্থী ছাড়াও অন্যদের মধ্যে আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মোঃ আছাদুজ্জামান, সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ মাহবুবুর রহমান,সার্কেল এ্যাডজুট্যান্ট,জেলা আনসার ও ভিডিপি,রংপুর রাসেল আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,মিঠাপুকুর,রংপুর প্রবীর কুমার রায়,ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবীর প্রশিক্ষকবৃন্দ,মনিটরিং মাঠকর্মী, গনসংযোগ সহকারী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।