You must need to login..!
Description
পাবনা প্রতিনিধি :
পাবনার বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ব্যক্তিত্ব,সাবেক উপজেলা চেয়ারম্যান,দুবলিয়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি,মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক,প্রস্তাবিত মাষ্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত,পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেছেন,সাংবাদিক শফিউর রহমান খান একজন নির্লোভ,নিরংকারী ও সাদা মনের মানুষ ছিলেন। তিনি পাবনার পত্রিকা জগতের জনক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পাবনা জেলা শাখা ও আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি পাবনা কলেজ,সেন্ট্রাল গালর্স হাইস্কুলসহ পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে ছিলেন। পাবনার সাংস্কৃতিক ক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয়, সর্বক্ষেত্রে ছিলো যার পদচারণা তিনি হলেন সাংবাদিক শফিউর রহমান খান। গত সোমবার পাবনার দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত মরহুম শফিউর রহমান খানের ২২ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস উপযুক্ত কথাগুলো বলেন।দৈনিক সিনসার নিবার্হী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খানের সভাপতিত্বে ও মরহুমের বড় জামাতা দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার সাহিত্য ও বিতর্ক ক্লাব সভাপতি সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড.মনছুর আলম ও বঙ্গবন্ধু পরিষদ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন মরহুমের ছোট্ট জামাতা সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাহ আলম, শহীদ এম মনছুর আলী ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. আল আমিন, সামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নন টেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিয়া রাজু, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম,কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ ছাইফুল ইসলাম, বাঁচতে চাই এনজিও এর নিবার্হী পরিচালক আব্দুর রব মন্টু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, শিক্ষক ও আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি ও দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক খান পিভিএম, শিক্ষক ও মানবাধিকার কর্মী সাঈদ উল ইসলাম, আইনজীবি সহকারী আব্দুল করিম, পাবনা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি রমজান আলী , সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম রিয়াদ প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ। দোয়ার অনুষ্ঠানে দৈনিক সিনসার সাংবাদিকবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।