ফুলবাড়ীয়ায় ইম্প্যাক্ট প্লাস গ্রুপের গাছের চারা ও চেয়ার বিতরণ

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদ হল রুমে ইম্প্যাক্ট প্লাস গ্রুপের গাছের চারা ও চেয়ার বিতরণ করা হয়। আয়োজনে ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। কুশমাইল আলোর দিশারী নামক ইম্প্যাক্ট প্লাস দল দেওনাইপার কমিইউনিটি সার্ভিস লার্নিং প্রকল্প বাস্তবায়নে আলোর দিশারী ক্লাবের সদস্যরা নিজিদের টিফিনের টাকা বাঁচিয়ে, নিজেরা না খেয়ে, তারা ইউনিয়ন পরিষদের আনসারদের জন্য চেয়ার ও গাছের চারা বিতরন করেন। এছাড়াও আলোর দিশারী নামক ইম্প্যাক্ট প্লাস দলের সদস্যরা ইতিমধ্যে নানা ধরনের ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করে। ওয়ার্ল্ড ভিশন এই শিশুদেরকে ছোট থেকেই সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের প্রবনতা বৃদ্ধি করার জন্যে এই ইম্প্যাক্ট প্লাস কর্যক্রম পরিচালনা করে আসছে। ইম্প্যাক্ট প্লাস দলের মূল উদেশ্য হলো ছেলে মেয়দের নেতৃত্ব, ব্যবস্হাপনা, বাল্যবিয়ে বন্ধ করাসহ সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণে উদ্ভুদ্ব করা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, কুশমাইল ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন পুলু, জেমস্ বিশ্বাস ম্যানাজার ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়ীয়া এপি, জুনিয়র প্রোগ্রাম অফিসার কুশমাইল পিএফএ রিমা রেবেকা মুর্মু, দরাজ আলি মার্কেট ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, ফুলবাড়িয়া এপি, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার