স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ পুলিশের জেলা গোয়েন্দা শাখা, এর বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুইয়ার দিক নির্দেশনায় ডিবির এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার হালুয়াঘাট মধ্যবাজারস্থ এ. ছালাম কমপ্লেক্সের পলাশ মেডিসিন কর্ণারের সামনে হালুয়াঘাট হতে গোবড়া কুড়াগামী রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে খন্দকার পাড়া গামী পাকা রাস্তার উপর হতে ৬ আগষ্ট ২০২৩ ৮ টায় ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাৎ হোসেন শাহেল (২০), পিতা-মোঃ ফারুক মিয়া, সাং-লক্ষীপুরা, ২৭ নং ওয়ার্ড, থানা-গাজীপুর মেট্রো সদর, জিএমপি গাজীপুর, মোঃ শান্ত (২২), পিতা-মোঃ আঃ রহিম, সাং-তেলিখালী (পাগলা বাজারের পশ্চিমে, আজিজ পাঠান বাড়ী), লিখন (২২), পিতা-মোঃ ওমর আলী, সাং-আচকিপাড়া, ১নং ভুবনকুড়া (শহিদ স্মৃতি বাজারের সাথে দক্ষিণ পাশে), উভয় থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।