বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইউনিক আইডিয়া ও উপস্থাপনায় দক্ষতা অর্জন বিষয়ক পোষ্টার প্রদর্শন

image

You must need to login..!

Description

এম এ খালেক খান :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত পুন্ড্র ইউনিভার্সিটির অডিটোরিয়াম হল রুমে আইটি বিষয়ক পোস্টার প্রদর্শণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক ইউনিক আইডিয়া অর্জন ও উপস্থাপনায় দক্ষতা অর্জনের লক্ষ্যে ১৯ আগস্ট এ পোস্টার প্রদর্শন অনুষ্ঠিত হয়। পুন্ড্র ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই- ফজলুল এ পোস্টার প্রদর্শনের আনুষ্ঠানিক উদ্বোধন করে পোস্টার প্রদর্শনের গুরুত্ব, উপকারীতা ও কার্যকারিতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী তিনি প্রত্যেক গ্রুপের কার্যক্রমের অগ্রগতি ও উপস্থাপনা পরিদর্শন করে তাদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ডক্টর খাজা জাকারিয়া আহমদ চিশতী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোঃ আলাউদ্দিন ও বিওটি সচিব খোরশেদ আলম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই-ফজলুল বর্তমান চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের করনীয় ও সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এমন ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন এই উপস্থাপনাগুলোর উপর আগামীতে গভীর ভাবে পর্যবেক্ষন ও গবেষণার সুযোগ রয়েছে। সারা দিন ব্যাপী অনুষ্ঠানে ইউনিভার্সিটির সিএসই বিভাগের আটটি গ্রুপের ২২৫ জন শিক্ষার্থী ৫৪ টি দলে বিভক্ত হয়ে তাদের নতুন কলাকৌশল ও সৃজনশীল প্রতিভা বিকাশে বিজ্ঞান ভিত্তিক আইডিয়া গুলো পোস্টার প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে পুন্ড্র ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা, অংশ গ্রহণ কারী শিক্ষার্থী, ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, টিএমএসএসের বিভিন্ন উপদেষ্টা,পরিচালনা পর্ষদ সদস্য, অন্যান্য অতিথিগন,নানা শ্রেণির কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার