You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে
:ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষি পণ্য প্রদর্শণ ও বিপনন মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ৩০ আগষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর
সহযোগিতায় উৎপাদক দলের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
মার্কেট ডেভেলপমেন্ট ফেসিলিটেটর দরাজ আলীর সঞ্চালনায় কুশমাইল ইউপি সচিব আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশমাইল ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন পুলু। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমরা অতি মাত্রায় কীটনাশক,সার ব্যাবহার না করে, ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় ভার্মি কম্পোষ্ট(কেঁচো সার) ব্যাবহার করে অধিক ফসল উৎপাদন করছি। যা মাটির উর্বরতা ঠিক থাকে তেমনি মানব দেহের কোন ক্ষতি নেই। তাই কৃষকরা ভার্মি কম্পোষ্ট(কেঁচো সার) ব্যাবহারের মাধ্যমে ফলনশীল বীজ রোপন করে নিজের চাহিদা পূরণের পাশাপাশি বাইরে বিক্রি করা সম্ভব। তবেই দেশ
কৃষিতে আরো সমৃদ্ধ লাভ করবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়অ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার জেমস বিশ্বাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার কুশমাইল পিএফএ রিমারেবেকা মূর্মূ, সফল কৃষি উদ্যোগতা আব্দুল হালিম, গোলাম সামদানীখান, ভিডিসি, শিশু ও যুব ফোরাম, উৎপাদক দলের সদস্যবৃন্দ।
মেলায় ০৬ টি স্টল বসে। এ সব স্টলে বিভিন্ন ধরনের কৃষি পন্যের প্রদর্শনী ওকৃষি চাষাবাদের পদ্ধতি তুলে ধরা হয়। মেলায় সবজি, ফল প্রদর্শন ওউৎপাদনকারী কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পঅনুষ্ঠানের আয়োজন করা হয়।