You must need to login..!
Description
এম এ খালেক পিভিএম,পাবনা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর বাগমারা উপজেলা আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত রাজশাহীস্থ দ্বীপপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ও শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এ শ্লোগানকে সামনে রেখে ৩১ আগস্ট গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাগমারা উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবিব ও দ্বীপপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান। বাগমারা উপজেলা প্রশিক্ষক খন্দকার মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশিক্ষক মোছাঃ নার্গিস আক্তার, উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ মামুনুর রশীদ, সংশ্লিষ্ট ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, মোঃ আহসান হাবিব, দ্বীপপুর ইউনিয়ন দলনেতা শ্রীঃ পিন্টু রায়, সহকারী আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন দলনেত্রী, সদস্য সদস্যগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।