ফুলবাড়ীয়ায় ধামর গ্রামকে পরিবেশ বান্ধব ও বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ধামর গ্রামকে আনুষ্ঠানিক ভাবে পরিবেশ বান্ধব ও বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। রবিবার(১৭ সেপ্টম্বর) দুপুরে উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামকে ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ও ধামর গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে এ ঘোষনা করা হয়। ধামর আর্দশ প্রি-ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ধামর ভিডিসি সভাপতি আমান উল্লাহ মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুশমাইল ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন পুলু। আলোচক ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়ীয়া এপি’র ম্যানেজার জেমস বিশ্বাস।মার্কেট ডেভেলপমেন্ট ফেসিলিটেটর দরাজ আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি উপ সহকারী রুবেল সরকার, মোজাফ্ফর হোসেন প্রধান শিক্ষক ধামর উচ্চ বিদ্যালয়, মৌলভী মো: গোলাম মোস্তফা সুপার মুমিনুন্নেছা বালিকা দাখিল মাদ্রাসা, মৌলভী মো; হাবিবুর রহমান সুপার আফাজিয়া দাখিল মাদ্রাসা, রিমা রেবেকা মূর্মূ জুনিয়র প্রোগ্রাম অফিসার কুশমাইল এএফপি,ফুলবাড়ীয়া এপি, গোলাম সামদানী সম্পাদক টেকিপাড়া গ্রামউন্নয়ন কমিটি,মজিবুর রহমান ভিডিসি সদস্য ধামর গ্রাম উন্নয়ন,সাইফুল ইসলাম,এনায়েতুর রমান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু এই গ্রামকেই পরিবেশ বান্ধব ও বালবিবাহ মুক্ত হলেই হবে না, আমাদেরকে ইউনিয়নের প্রত্যেক গ্রামকেই পরিবেশ বান্ধব ও বালবিবাহ মুক্ত করতে হবে আমরা এই অঙ্গিকার করি। সুন্দর পরিবেশে বসবাসের জন্য পরিবেশবান্ধব সুন্দর পরিবেশ গড়ে তোলতে হবে। পরিবেশ বান্ধব নয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
সকলেই এখন স্বাস্থ্য সম্মত পায়খান ব্যবহার এবং নিরাপদ খাবার পানি পান করি। এছাড়াও আমাদের প্রশিক্ষনের মাধ্যমে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বাড়াতে হবে, বিষ মুক্ত সবজি চাষ করে কৃষকরা সফলতা পাওয়ায় সবাই এখন এই পদ্ধতি অনুসরন করছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,যুব ও শিশু ফোরামের সদস্য, গ্রাম উন্নয়ন কমিটি ও এলাকাবাসী।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার