ফুলবাড়ীয়ায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্মেলন

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকেঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে সম্মেলন করেছেন ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ধর্মে ধর্মীয় নেতা, ইমাম, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, পুরোহিত উপস্থিত ছিলেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় হেলাল কমিউনিটি সেন্টারে ফুলবাড়ীয়া এপি’র আয়োজনে সম্মেলনে হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ কাজী রুস্তম আলী সাধারন সম্পাদক উপজেলা নিকাহ্ রেজিষ্টার সমিতি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে। বাল্যবিবাহ বন্ধে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে মেয়েদের শিক্ষার ওপর বেশি জোর দিতে হবে। সামাজিক নিরাপত্তার অভাবে অভিভাবকেরা মেয়েদের বিয়ে দেন। এ ক্ষেত্রে বাবা-মা, আত্মীয়স্বজন নিরাপত্তার নিশ্চয়তা পান না। এ কারণে অনেক সময় বাবা-মা মেয়েদের স্কুলে পাঠাতে চান না। তাঁদের মধ্যে যৌন হয়রানি হওয়ার ভয় কাজ করে। এসব ক্ষেত্রে পদক্ষেপ নিলে বাল্যবিবাহ কমে আসবে। আমরা অঙ্গিকার করিতেছি যে, অতি তারাতারি ফুলবাড়ীয়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করব, ছেলে-মেয়ের পূর্ণাঙ্গ বয়স না হলে বিয়ে রেজিষ্ট্রি করব না। অনুষ্ঠানে ফারুক জেংচাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,সিস্টার লিওডোরা, জেমস বিশ্বাস এপি ম্যানেজার ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাহুল মাইকেল রোজারিও স্পন্সরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার, লিটন মৃধা প্রোগ্রাম অফিসার রাঙ্গামাটিয়া পিএফএ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার