গফরগাঁও সরকারী কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গফরগাঁও সরকারী কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

BMTV Desk No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) গফরগাও সরকারি কলেজ উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যাপক কে এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। কলেজের প্রভাষক আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী ও নূরজাহান বেগম প্রমুখ । এ ছাড়াও বিভিন্ন কলেজ ,স্কুল ও মাদরাসা পৃথক পৃথক ভাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ।