ফুলবাড়ীয়ায় পলাশীহাটা স্কুল এন্ড কলেজ এমপিওভূক্ত হওয়ায় সাংসদকে সংবর্ধনা

ফুলবাড়ীয়ায় পলাশীহাটা স্কুল এন্ড কলেজ এমপিওভূক্ত হওয়ায় সাংসদকে সংবর্ধনা

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পলাশীহাটা স্কুল এন্ড কলেজের কলেজ শাখা এমপিওভূক্ত করায় স্থানীয় সংসদ সদস্য এড. মোসলেম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার(০৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহণে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা: তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে বিদ্যালয়ের কলেজ শাখা এমপিওভূক্ত করণে অবদান রাখায় সংবর্ধনা শেষে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এড. মোসলেম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পলাশীহাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েয়ত হোসেন, ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, জেলাপরিষদ সদস্য ফারজানা শারমিন বিউটি, মোকলেছুর রহমান চঞ্চল প্রমূখ।