স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ নগরীর টাউনহল মাঠে চলছে ১০ দিনব্যাপী ইসলামি বইমেলা। বর্তমান প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে বাঁচানো এবং বইভিত্তিক সঠিক জ্ঞানার্জনে উদ্বুদ্ধ করতে এ বইমেলার আয়োজন করেছে সিরাত গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্র।’ ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগিতায় ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় গত ৫ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে ১৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত।
ময়মনসিংহে দুই দিন স্মরণকালের বৃষ্টিপাত হওয়ায় মেলা শুরুর প্রথম দিকে চোখে পড়েনি ক্রেতা-পাঠক সমাগম। তবে শনিবার থেকে তা বাড়তে শুরু করেছে। রোববার বিকেলে চোখে পড়ার মতো পাঠক সমাগম দেখা গেছে মেলা প্রাঙ্গণে। এর মধ্যেই মেলা জমে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।