ময়মনসিংহ টাউন হল মাঠে চলছে ১০ দিনব্যাপী ইসলামি বইমেলা

ময়মনসিংহ টাউন হল মাঠে চলছে ১০ দিনব্যাপী ইসলামি বইমেলা

October 8, 2023 98 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

ময়মনসিংহ নগরীর টাউনহল মাঠে চলছে ১০ দিনব্যাপী ইসলামি বইমেলা। বর্তমান প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে বাঁচানো এবং বইভিত্তিক সঠিক জ্ঞানার্জনে উদ্বুদ্ধ করতে এ বইমেলার আয়োজন করেছে সিরাত গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্র।’ ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগিতায় ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় গত ৫ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে ১৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত।

ময়মনসিংহে দুই দিন স্মরণকালের বৃষ্টিপাত হওয়ায় মেলা শুরুর প্রথম দিকে চোখে পড়েনি ক্রেতা-পাঠক সমাগম। তবে শনিবার থেকে তা বাড়তে শুরু করেছে। রোববার বিকেলে চোখে পড়ার মতো পাঠক সমাগম দেখা গেছে মেলা প্রাঙ্গণে। এর মধ্যেই মেলা জমে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।

সাম্প্রতিক