ফুলবাড়ীয়ায় কিশোর গ্যাং এর হামলার বিচার দাবীতে মানববন্ধন

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকেঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় খেলাাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র সুজনের উপর কিশোর গ্যাং এর হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছেন ছাত্র শিক্ষক ও এলাকাবাসী। আহত সুজনের একটি কিডনি নষ্ট হয়ে যায়।
গতকাল (২৩ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে মাদ্রাসা ছাত্র সুজনের উপর হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছেন ছাত্র শিক্ষক ও এলাকাবাসী । মানববন্দন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ও অফিসাস ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান উপস্থিত হয়ে হামলাকারীদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করলে মানববন্দন সমাপ্ত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জোড়বাড়ীয়া গ্রামের চান মিয়ার পুত্র সুজন মিয়া (১৪) স্থানীয় ছনকান্দা দ্বীমূখী দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীর ছাত্র। গত ২০নভেস্বর সোমবার প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় পড়তে গেলে। শ্রেণী কক্ষ থেকে ইমন (২২) পূর্বে খেলাধূলার সংক্রান্ত ঘটনায় সুজন মিয়াকে আরেক কক্ষে ডেকে নিয়ে আটক করে কয়েকজনে মিলে চাকু দিয়ে কোমরের উপরে একাদিক আঘাত করলে তার কিডনীতে আঘাত লাগে। পরে আহত অবস্থায় সুজনকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে তার একটি কিডনী কেটে ফেলে দেওয়া হয় । বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
এ ঘটনায় সুজনের পিতা চান মিয়া বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের নামে ফুলবাড়ীয়া থারা একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে গ্রেফতারের প্রক্রিয়া অবহ্যত আছে ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার