ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৪০০ ইয়াবসহ গ্রেফতার ১

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৪০০ ইয়াবসহ গ্রেফতার ১

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ এর অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ -০১জনকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ফারুক হোসেন জানান, এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভালুকা বাসস্ট্যান্ড জামে মসজিদ এর সামনে ঢাকা টু ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ হতে ২৯ নভেম্বর ২০২৩ ৪টায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ (২০) পিতা-মোঃ আজগর আলী সাং-বাঘমারা থানা-শ্রীপুর জেলা-গাজীপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

LATEST POSTS