স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডোবা পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন কায়েস ডেকোরেটর এর সামনে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় হতে ১৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ রাত সাড়ে ৯টায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম খলিল ওরফে জামাই (৩৭), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, , সাং-ভালুকা (৭নং ওয়ার্ড, ভালুকা পৌরসভা), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।