ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৯

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৯

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী সডেল থানার ওসি মা্ইন  উদ্দিন জানান,   ্এস  আই(নিঃ)আনোয়ার হোসেন, আজগর আলী, ফারুক আহম্মেদ, এএসআই(নিঃ)আশরাফুল ইসলাম শান্ত, কামাল মিয়া, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, সাজেদুল ইসলাম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক চালিয়ে ৭টি জিআর ও ২টি সিআর সহ মোট ০৯টি বডি তামিল করেন।


জিআর গ্রেফতারী পরোয়ানায় ৭ জন হচ্ছেন জাহাঙ্গীর আলম, মোঃ জমির উদ্দিন সাং-চরকালিবাড়ী, শ্যামল, পিতা-মোঃ আঃ বারেক, স্থায়ী : গ্রাম- আকুয়া মাদ্রাসা কোয়ার্টার (আকুয়া চুকাইতলা) , দিপু বসাক, পিতা-মৃতঃ কমল বসাক, স্থায়ী : গ্রাম- কবরস্থান (৩৭ গগন চৌধুরী আইল্যান্ড কবরখানা দাসপাড়া) , ফরহাদ সেলিম, পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, স্থায়ী: গ্রাম- আকুয়া (পার্ট), তাসলিমা নাসরিন(৩৪), স্বামী-মুশফিকুর রহমান বিশ্বাস, স্থায়ী: (বাড়ী নং-১, ওয়ার্ড নং-৫, জুবলী কোয়াটার, আকুয়া মোরলপাড়া, নাজমা আক্তার (৫৬), স্বামী-মঞ্জুরুল হক বিশ্বাস, স্থায়ী: (সাং-বাড়ী নং-১, রোড নং-৩, ওয়ার্ড নং-৫, জুবলী কোয়ার্টার, আকুয়া মোরলপাড়া, পোষ্ট-ময়মনসিংহ) , সুলতান, পিতা-হাসমত ড্রাইভার, স্থায়ী : গ্রাম- পুরোহিত পাড়া (পুরোহিত পাড়া) , সকলের উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ,
সিআর গ্রেফতারী পরোয়ানায় ২ জন হচ্ছেন আলমগীর, পিতা-মোঃ শাহজাহান, স্থায়ী: গ্রাম- ঘাগড়া (চর ঘাগড়া) , আব্দুল মালেক, পিতা-মোঃ আব্দুস সালাম, স্থায়ী: গ্রাম- গোপালনগর, দুজনের উপজেলা ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।