ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে ‘‘বাউবি’র অভিযোগ প্রতিকার বিষয়ে করণীয়’’ শীর্ষক কর্মশালা

ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে ‘‘বাউবি’র অভিযোগ প্রতিকার বিষয়ে করণীয়’’ শীর্ষক কর্মশালা

December 19, 2023 112 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে বাউবি’র অভিযোগ প্রতিকার ব্যবস্থা স্টেকহোল্ডারদের অবহিতকরণে ‘‘বাউবি’র অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’’ শীষক কর্মশালা ১৫ ডিসেম্বর সকাল ১০টায় বাউবি’র স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. এএইচএম আনিসুর রহমান আখন্দ, আহবায়ক, অনিক কমিটি, বাউবি এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে বিষয়বস্তু উপস্থাপন করেন ড. মহাঃ শফিকুল আলম, রেজিস্ট্রার ও টিম লিডার, এপিএ টিম, বাউবি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মো: মনজুরুল হক, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক কেন্দ্র, বাউবি ময়মনসিংহ। সঞ্চালনায় ছিলেন মো: জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত যুগ্ম-পরিচালক (কাউন্সিল) ও সদস্য সচিব, অনিক কমিটি।

বাউবি’র বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর, শিক্ষার্থী এবং ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণের সমন্বয়ে অবহিতকরণ সভা ও কর্মশালায় বাউবি’র প্রধান রিসোর্স পার্সন রেজিস্ট্রার মহোদয় জবাবদিহি নিশ্চিতকরণ, সেবার মান উন্নয়ন এবং সুশাসন সংহতকরণের মাধ্যমে ভোগান্তিবিহীন জনসেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিষয়বস্তু উপস্থাপন করেন। ড. এএইচএম আনিসুর রহমান আখন্দ, আহবায়ক, অনিক কমিটি, বাউবি কর্মশালায় অংশগ্রহণকারীগণের উত্থাপিত বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাউবি’র কার্যক্রমে গতিশীলতা আনয়ন, শিক্ষা সেবার মান উন্নয়নসহ বাউবি’র শিক্ষার্থীদেরকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।

সাম্প্রতিক