কুশমাইল হতদরিদ্র উন্নয়ন দলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

কুশমাইল হতদরিদ্র উন্নয়ন দলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের হতদরিদ্র উন্নয়ন দলের (ইউপিজি) গ্রাজুয়েশন সম্পন্ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি সদস্য মো: আব্দুর রহমান। কুশমাইল ইউনিয়ন বরুকা গ্রামে হত দরিদ্র উন্নয়ন দলের গ্র্যাজুয়েশন জেসমিন আক্তা, পুতুল বাড়ই বলেন, আমাদেরকে ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আত্ম নির্ভরশীল হওয়ার সহযোগিতা করেছে, যেমন আমাদেরকে গাভী, হাস, মুরগি দিয়েছে, শাক সবজি করার জন্য বীজ, সার ও প্রশিক্ষন দিয়েছে, বাল্যবিয়ে বন্ধ করেছে। আজকে আমরা স্বাবলম্বী, সন্তানের লেখাপড়ার খরচ আমরাই দিতে পারছি কারো কাছে হাত বাড়াতে হচ্ছে না, আমরা আরও এগিয়ে যাব।
আয়োজনে ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার কুশমাইল পিএফএ দিপা রুলি দীও ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা রেবকা মূর্মু পিএফএ কুশমাইল, গ্রাম উন্নয়ন কমিটি দলের সামছুল আলম, সাংবাদিক, হত দরিদ্র উন্নয়ন দলের(ইউপিজি) সদস্যবৃন্দ।