জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুশান্ত বাবুর মাতা পরলোকে

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুশান্ত বাবুর মাতা পরলোকে

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার এর মমতাময়ী মাতা শান্তি বালা সরকার(৯৫) গতকাল বুধবার আনুমানিক রাত আটটায় রাজবাড়ি জেলার পাংশা উপজেলার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে ৬ ছেলে ২ মেয়ে রেখে যান। এর মধ্যে সবার ছোট ছেলে অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার। আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় মরদেরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে, ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বিভিন্ন অনুষদীয় ডিনগণ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
সেইসাথে প্রয়াতের বিদেহী আত্মার জন্য প্রার্থনা কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।