মসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর অংশ হিসেবে আজ বুধবার দুপুরে শিল্পাচার্য জয়নুল উদ্যানের চত্বর সংলগ্ন রাস্তার ডিভাইডার ও অন্যান্য অঞ্চলে বৃক্ষরোপণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

এ সময় তিনি জানান, সবুজ নগরায়ন নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নগরব্যাপী বৃক্ষ রোপনের উদ্যোগে নেওয়া হয়েছে। এ কার্যক্রমে সিটির ৩৩ টি ওয়ার্ডে প্রায় ৮ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।

এ সময় মসিকের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।