নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে গণমাধ্যমের সাথে মতবিনিময়

নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে গণমাধ্যমের সাথে মতবিনিময়

August 22, 2024 115 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
সিরাক-বাংলাদেশ সাফ /আন্তর্জাতিক পরিকল্পিত অভিভাবকত্ব ফেডারেশন এর সহযোগীতায় নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন শীর্ষক প্রকল্পটির কার্যক্রমের অংশ হিসেবে ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করেছে।
সিরাক-বাংলাদেশ “তরুণ মহিলাদের জন্য (SRHR-এ অ্যাক্সেস) নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন” প্রকল্পটির অধীনে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ময়মনসিংহ সদর উপজেলায় সরকারি ও বেসরকারি ১২টি স্বাস্থ্যকেন্দ্রে এবং বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুবিধাবঞ্চিত কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কমিউনিটি ক্যাম্পেইন, অ্যান্ড্রয়েড অ্যাপ, কেন্দ্রসমূহের সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১০% বেড এবং চিকিৎসা সেবা সুবিধাবঞ্চিত অসহায় রোগীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান  নিশ্চিতকরণে সচেতনতা তৈরী ও সকলের মধ্যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরীকরণ কার্যক্রম পরিচালনা করছে ।
মতবিনিময় সভায় প্রকল্পটির গুরুত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং কার্যক্রম আরো ফলপ্রসূভাবে পরিচালনার জন্য গণমাধ্যম ও প্রিন্ট মিডিয়া কর্মীদের পরামর্শ গ্রহণ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের সার্বিক সফলতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা অংশ গ্রহণ করেন সিরাক-বাংলাদেশ নির্বাহী পরিচালক এস এম সৈকত, নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেনতা উন্নয়ন প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন সংগীতা সরকার, সাংবাদিক সাইফুল ইসলাম, মতিউল আলম, বাবুল হোসেন, নিয়ামুল কবীর সজল, শেখ মহি উদ্দিন, মোস্তাফিজুর রহমান, বিপ্লব বসাক, দেলোয়ার হোসেন ও আবু সাঈদ। ##

সাম্প্রতিক