You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সর্ববৃৎ ৩নং চরআলগী ইউনিয়ন পরিষদ বর্তমান স্থানে বহাল রাখার দাবিতে গতকাল রোববার (১০নভেম্বর) সকালে ইউপি ভবনের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে । মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ দুলু মেম্বার প্রমুখ । এলাকাবাসী সুত্রে জানা গেছে যে, ২০১১সালে চরমছলন্দ কাচারীপাড়া ৫শতাংশ জমি উপর ইউপি ভবন সরকার পরিত্যক্ত ঘোষনা করে । এর পর থেকে চরআলগী বিশ্বরোডে একটি হাফ ব্লিডিং টিন সেট ঘরে অস্থায়ী ইউপি কার্যালয়ে হিসেবে ব্যবহার করে আসছে । গফরগাঁও উপজেলায় বেশি ভাগ ইউনিয়নে প্রায় ৫০শতাংশ জমির উপর অত্যাধুনিক দু,তলা ইউনিয়ন পরিষদ ভবন নির্মান করা হয় । অথচ চরআলগী ইউনিয়নে সরকার জমি ক্রয় করে নতুন ভবন করা হয়নি । বর্তমানে পরিত্যক্ত ভবনটি একদম ঝুকিপুর্ণ যে , যে কোন ধসে পড়ে যেতে পারে । এতে করে প্রাণ হানি হতে পারে । এলাকাবাসীর জোড়ালো দাবী যে, নতুন ইউনিয়ন পরিষদ ভবন করার আগ পর্যন্ত যেনো অস্থায়ী ইউপি কার্যালয় হিসেবে ব্যবহার করা দরকার ।
মতিউল আলম