অধ্যাপক শেখ আমজাদকে সভাপতি করে নাসিরাবাদ কলেজের ৪ সদস্য বিশিস্ট গর্ভনিং বডি এডহক কমিটি গঠিত

অধ্যাপক শেখ আমজাদকে সভাপতি করে নাসিরাবাদ কলেজের ৪ সদস্য বিশিস্ট গর্ভনিং বডি এডহক কমিটি গঠিত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
অধ্যাপক শেখ আমজাদ আলীকে সভাপতি করে ৪ সদস্য বিশিস্ট ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের ৪ সদস্য বিশিস্ট গর্ভনিং বডি এডহক কমিটি গঠিত হয়েছে। পদাধিকার বলে এডহক কমিটির সদস্য সচিব কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক, বিদ্যাৎসাহী সদস্য (জাতীয় বিম্ববিদ্যারয়) মোঃ জাকির হোসেন  আকন্দ,   শিক্ষক প্রতিনিধি মোঃ মাহবুবুল আলম । গত ১৪ নভেম্বর-২০২৪ এডহক কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।