ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদ আহমেদ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদ আহমেদ

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  ফরিদ আহমেদ জেলা পুলিশের শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন। জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণায় ওসি ফরিদ আহমেদ মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মিটিংয়ে ময়মনসিংহ বিভাগীয় ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম এর হাত থেকে  পুরষ্কার গ্রহণ করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, এ অর্জন আমার একার নয়, এটা আমার থানার স্টাফসহ নান্দাইলের সচেতন নাগরিকের। এ ছাড়া এটা আমার নিয়মিত কাজের অংশ ।  জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অব্যাহত থাকবে। জুয়াড়ী, মাদক সেবন ও মাদক কারবারী যেই হোক না কেন? তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।###