ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদারের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্টের ডেপুটি প্রধান ডিরেক্টর ড. নাজমুন নাহার লুবনা, আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, মাঠ সমন্বয়কারী আখতারুজ্জামান প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সুশিল সমাজ প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।