
You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আতিকুল্লাহ চাচাত মামা আলহাজ্ব মাওলানা জজ মিয়া ওরফে ফতেহ আলী গত বুধবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে——- রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি ৩ছেলে ৫মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নিজ বাড়ি ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ধরাবান্দা ফাজিল মাদ্রসার মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মনোহরদী উপজেলার শেখেরগাঁও ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল (অবঃ) ছিলেন। তার ইন্তেকালে ময়মনসিংহ জেলার কাজী সমিতির সাবেক সভাপতি ও গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় ডিএসএন আলিম মাদাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মাওলানা মোঃ আবদুর রহিম শোক প্রকাশ করেছেন।