ময়মনসিংহে মানুষের কঙ্কালসহ দুই যুবক গ্রেপ্তার

ময়মনসিংহে মানুষের কঙ্কালসহ দুই যুবক গ্রেপ্তার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা গেইটের সামনে থেকে কবর খুড়ে তুলে আনা মানুষের কঙ্কালসহ দুই জনকে রবিবার (২২ ডিসেম্বর) ভোরে আটক করেছে মুক্তাগাছা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, জেলার সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। তারা বিভিন্ন এলাকায় গোরস্থান থেকে কঙ্কাল চুরি করে ব্যবসা করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

থানা পুলিশ জানায়, রবিবার ভোরে দিকে মুক্তাগাছা পৌরসভা গেইটের সামনে বস্তায় করে কঙ্কাল নিয়ে পাচারের উদ্দেশ্যে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তাদের সাথে থাকা বস্তায় মানুষের কঙ্কাল দেখতে পায়। পরে তাদেরকে আটক করে।

গ্রেপ্তারকৃতদের বহন করা বস্তায় দুই জন মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪টি, পাজরের হাড় ৩০টি, কোমড়ের হাড় ৪টি, মেরুদন্ডের নীচের হাড় ২টি, কাঁধের হাড় ৪টি, থুতনী/চোয়াল এর হাড় ২টি, মেরুদন্ডের হাড়/কশোরুকা ৩২টি, হাত ও পায়ের আঙ্গুলের হাড় ২২টি, হাত ও পায়ের জয়েন্ট/গিরা অংশ বিশেষ ১৬টি একটি ট্রাভেল পাওয়া যায়। তারা বস্তায় করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, চোরচক্রের সক্রিয় সদস্যরা কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। যাচাই করে দেখা যায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানা, ঢাকার রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত আন্তঃজেলা কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LATEST POSTS