নান্দাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ

image

You must need to login..!

Description

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী’ কর্মসৃজন প্রকল্পে কোন কাজ না করেই শ্রমিকের নামে সাকুল্য টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অত্র ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে টি.আর, কাবিখা ও কাবিটা’র ১৭টি প্রকল্পে নামমাত্র কাজ করে, আবার কোথাও কোন কাজ না করেই সরকারি কর্মকর্তাদের যোগসাজশে মোটা অংকের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এলাকাবাসী ও ভোক্তভোগী শ্রমিকরা ত্রাণ অধিদপ্তরেরর মহা পরিচালক বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে ২য় পর্যায়ে কর্মসৃজন প্রকল্পে শ্রমিকদের মাধ্যমে কোন প্রকল্পের কাজ না করেই শ্রমিকদের নামে ভূয়া বিল প্রস্তুত করেন চন্ডিপাশা ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া। তিনি ১৭৯ জন শ্রমিকের তালিকা প্রস্তুত করে শ্রমিকদের নামে মোবাইল সিম কার্ড উত্তোলন করে নিজের হেফাজতে রেখে দেন। বিল প্রস্তত করতে এগুলো লাগবে বলে শ্রমিকদের জানান। শ্রমিকরা এ কথা বিশ্বাস করে তাদের সিম কার্ড চেয়ারম্যানের নিকট জমা রেখে দেয়। কিন্তু কর্মসৃজন প্রকল্পের কাজ শেষ হয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শ্রমিকরা কোন টাকা পায়নি। এদিকে শ্রমিক দিয়ে কাজ না করে ভ্যাকু মেশিন দিয়ে প্রকল্পের অল্প কাজ করা হয়। কিন্তু প্রতি শ্রমিকের বিপরীতে ১০ হাজার ১৫০ টাকা দেখানো হয়েছে এবং পি আই ও’র মাধ্যমে ১৭৯ জন শ্রমিকের ১৮১৬৮৫০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে শ্রমিকরা জানতে পারে। অপরদিকে একই অর্থ বছরে টি.আর, কাবিখা ও কাবিটা’র ১৭টি প্রকল্পে নামমাত্র কাজ করে সরকারি টাকা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ভাগবাটোয়ারা করে আত্মসাৎ করেছেন বলে সরজমিন তদন্ত পূর্বক সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেছেন উন্নয়ন বঞ্চিত এলাকাবাসী। এ বিষয়ে নান্দাইল উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান । উপজেলার ৪ নং চন্ডিপাশা ইউপির চেয়ারম্যান , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, দেশের বর্তমান পট পরিস্থিতির পর আমার উপর মিথ্যা অভিযোগ তুলে ধরা হয়েছে এবং কর্মসৃজন প্রকল্পে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান। ###