ময়মনসিংহে নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

সিরাক-বাংলাদেশ এবং সাফ এর সহযোগিতায় ‘নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে সেবা প্রদানকারী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সিরাক-বাংলাদেশ সাফএর সহযোগীতায় নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন শীর্ষক প্রকল্পটির কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমাউল হোসনা, সিরাক বাংলাদেশের উপ-পরিচালক মোঃ সেলিম মিয়া, প্রকল্প পরিচালক সংগীতা সরকার, সেবা দানকারীসহ সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সিরাক-বাংলাদেশ “Access to SRHR for Young Women/ নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন” প্রকল্পটির অধীনে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ময়মনসিংহ সদর উপজেলায় সরকারি ও বেসরকারি ১২টি স্বাস্থ্যকেন্দ্রে এবং বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুবিধাবঞ্চিত কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কমিউনিটি ক্যাম্পেইন, অ্যান্ড্রয়েড অ্যাপ, কেন্দ্রসমূহের সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১০% বেড এবং চিকিৎসা সেবা সুবিধাবঞ্চিত অসহায় রোগীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান নিশ্চিতকরণে সচেতনতা তৈরী ও সকলের মধ্যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরীকরণ কার্যক্রম পরিচালনা করছে ।
প্রকল্পটির অধীনে থেকে সভায় প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার ১২টি স্বাস্থ্যকেন্দ্রের মে’২৪ থেকে ডিসেম্বর’২৪ এ সংগৃহিত প্রজনন স্বাস্থ্যসেবা (১৯৭), প্যাক সেবা (৫৭) ও পরিবার পরিকল্পনা(১৭৭০), বেসরকারি হাসপাতালগুলোতে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ১০% বেড ও চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে ১০% বিনামূল্যে বেড ও চিকিৎসা (১০০) সেবা তথ্য উপস্থাপন ও আলোচনা করা হয়, যার মধ্যে স্বাস্থ্যকেন্দ্র থেকে সংগৃহীত তথ্য আলোচনা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, মোবাইল অ্যাপ্লিকেশনের কার্যকারিতা, এবং বেসরকারি হাসপাতালগুলোতে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ১০% বেড ও চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
মতবিনিময় সভায় প্রকল্পটির গুরুত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং কার্যক্রম আরো ফলপ্রসূভাবে পরিচালনার জন্য গণমাধ্যম ও প্রিন্ট মিডিয়া কর্মীদের পরামর্শ গ্রহণ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের সার্বিক সফলতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার