ফুলবাড়ীয়া পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস্টিক সংগ্রহ অভিযান

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পরিবেশ পরিচ্ছন্নতা প্লাস্টিক সংগ্রহ অভিযান শুরু করেন ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধকল্পে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে উপজেলার কুশমাইল চকরাধাকানাই থেকে শুরু করে উক্ত কার্যক্রম চলবে। ইউনিয়নের জনগণকে সচেতন করে পরিবেশবান্ধব সবুজ গ্রাম-শহর গড়ে তোলার জন্য প্রচারাভিযানের মাধ্যমে আগ্রহী করে তোলাই হচ্ছে, এই কার্যক্রমের উদ্দেশ্য।

বুধবার ২৯ জানুয়ারী ফুলবাড়ীয় এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস্টিক সংগ্রহ অভিযান কার্যক্রম নিয়ে আলোচনা করেন ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার নম্রতা হায়ে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, চকরাধাকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা বেগম,দীপা রুলি দিও,প্রোগ্রাম অফিসার,কুশমাইল পি,এফ,এ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,আমানুল্লাহ মাস্টার,ভিডিসি,রাজ্জাকুল হায়দার লিটন,সভাপতি,চাইল্ড ওয়েল বিয়িং অরগানাইজেশন,আলমাস আলি সভাপতি
ভিডিসি ৮নং ওয়ার্ড, আঃ কাদের জিলানী,মোঃআবেদ আলি ফেইথ লিডার। শিশু ফোরাম,যুব ফোরামের সদস্যরা ও এলাকার লোকজন বাড়িবাড়ি হতে প্লাস্টিক সংগ্রহ করে।