
You must need to login..!
Description
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদেও পুরস্কার বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (গতকাল) স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদেও কৃতিত্বকে স্বীকৃতি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা, সাবেক ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আক্তারুজ্জামান এবং ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এ.টি.এম শিহাব উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল, ত্রিশাল মহিলা কলেজের অধ্যাপক খবিরুজ্জামান, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দামসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেও কঠোর পরিশ্রম ও সাফল্যেও প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রাণিত করেন। শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ কওে আনন্দ প্রকাশ কওে এবং এ ধরনের আয়োজন তাদেও শিক্ষা জীবনে আরও উৎসাহ যোগাবে বলে মতামত দেন।