
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা : গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদপ্তর (পিআইডি) এই সেমিনারের আয়োজন করে।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভfপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মো. মনিরুজ্জামানের, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ গোলাম মোস্তফা পরিচালক বিভাগীয় সমাজসেবা অফিস ময়মনসিংহ।
সেমিনারে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণ ও ন্যায্যতাভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইত্তেফাকের আবুল কালাম, সাংবাদিক নুরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন, শিক্ষক ফজলুল হক শামীম প্রমূখ।