নান্দাইলে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মাননবন্ধন

image

You must need to login..!

Description

মোঃ রফিকুল ইসলাম খোকন,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট এর বদলি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ দাবি জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ এলাকাবাসী। নান্দাইল স্বাস্থ্য সহকারী ইনচার্জ সাদেক কামাল আকন্দের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা কমপ্লেক্স হলরুমে ডা. দিবাকর ভাট এর সকল উন্নয়ন কর্মকান্ড তথা সফলতা তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. শান্তা ত্রিবেদি, উপ-সহকারী মেডিকেল অফিসার কামরুজ্জামান খোকন, সেনেটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম টিপু,সিনিয়র স্টাফ নার্স তাসলিমা আক্তার, সিএচসিপি জাহাঙ্গীর আলম, পেশাজীবী সংগঠন স্বাস্থ্য সহকারী পরিষদের সভাপতি আব্দুল আলী ভূঁইয়া ,সাংবাদিক এ হান্নান আল আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা হাসপাতাল চত্বরে মানববন্ধনে বক্তারা জানান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. দিবাকর ভাট বিগত ১২/০/২০২৪ ইং তারিখে যোগদান করেন। নান্দাইলে যোগদানের ৮ মাসের মধ্যে অজ্ঞাত কারণে ডা. দিবাকর ভাটকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তাঁর বদলির আদেশ প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীনকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার