নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আর্থিক সহায়তা পেলেন গুলিবিদ্ধ মোফাজ্জল

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আর্থিক সহায়তা পেলেন গুলিবিদ্ধ মোফাজ্জল

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
গত বছর জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়া ত্রিশালের মো. মোফাজ্জল হোসেনের চিকিৎসার জন্য ২০,০০০/- (বিশ হাজার) টাকার চেক প্রদান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার সকালে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন আহত মোফাজ্জল হোসেন ও তাঁর স্ত্রী মোসা. মর্জিনা আক্তার। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

চেক প্রদানকালে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম আহত মোফাজ্জলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। চেক গ্রহণ করে মোফাজ্জল হোসেন উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে ফ্যাসিস্ট সরকারের পতনের দিন বিকালে গাজীপুরের মাওনায় অনুষ্ঠিত এক মিছিলে অংশগ্রহণ করলে বিজিবি-এর গুলিতে মোফাজ্জলের ডান পা মারাত্মকভাবে আহত হয়। পেশায় অটো রিক্সা চালক মোফাজ্জল ইতোমধ্যে তাঁর চিকিৎসায় প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করেছেন। চিকিৎসা ব্যয় বহন করা ও উপার্জনে অক্ষম হয়ে পড়ায় তিনি আর্থিক সাহায্যের জন্য গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেন।

মানবিক দিক বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের দান-অনুদান তহবিল থেকে মোফাজ্জল হোসেনকে ২০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

LATEST POSTS