ফুলবাড়ীয়ায় হত-দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরন করেন ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

গতকাল রোববার নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে ফুলবাড়ীয়া এপি ম্যানেজার নম্রতা হাউই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাদহ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাস্টার।

কালাদহ পিএফএ বিশ জন হত-দরিদ্র পরিবারের মাঝে আঠার হাজার টাকা করে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে উপজেলার কালাদহ পিএফএ অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ২০ জন অতি দরিদ্র পরিবারে মাঝে এই নগদ অর্থ সহায়তায় প্রদান করা হয়।

উপকারভোগীদের মধ্যে ফিরুজা বেগম বলেন, আমি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায়া পারিবারিক ভাবে অনেক স্বাবলম্বী হয়েছি। এখন আমার শাক সবজি কিনতে হয় না নিজেই বাড়ীর আঙ্গিনায় আবাদ করি, মুরগী পালন করি আমার বাচ্চাদের প্রতিধিন সকালে ডিম খায়। আমার সন্তানের বিদ্যালয়ের খরচ আমিই যোগাই এবং স্বামীকে অর্থনৈতিক সহযোগিতা করি। এই টাকা দিয়ে একটি গরু কিনে লালন পালন করবো। আমরা এখন অনেক সুখি।

কালাদহ পিএফএ এর প্রোগ্রাম অফিসার শান্তি দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক এনায়েতুর রহমান, ইউপি সচিব মো: দেলোয়ার হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল, ভিডিসি সদস্য আ: হাকিম,নগদ অর্থ সহায়তা প্রাপ্ত উপকারভোগীদের মধ্যে রমিছা আক্তার ও ফিরুজা বেগম প্রমূখ।

এনায়েতুর রহমান

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার