নয়া দিগন্ত’র সাংবাদিক সাজ্জাতুল ইসলামের বাবা আর নেই

নয়া দিগন্ত’র সাংবাদিক সাজ্জাতুল ইসলামের বাবা আর নেই

July 26, 2025 17 Views

স্টাফ রিপোর্টার , বিএমটিভি নিউজঃ
দৈনিক নয়া দিগন্ত’র ময়মনসিংহ জেলার গৌরীপুর প্রতিনিধি সাজ্জাতুল ইসলাম সাজ্জাতের পিতা গোলাম মোস্তফা আর নেই। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি একজন সচ্ছল কৃষক এবং সজ্জন ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে এলাকায় সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্র ও এককন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা গৌরীপুর উপজেলার নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেঝেন। এছাড়াও জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিমসহ জেলা ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। ##

সাম্প্রতিক