ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সোমবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিন বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে এসে শেষ হয়। পরে সেখানে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, থানার ওসি মনসুর আহাম্মদ, অধ্যাপক খবিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি ইঞ্জিনিয়ার জিহাদ চৌধুরী ও মৎস্যচাষী জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। বক্তারা বলেন, মৎস্য খাত জাতীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও চাষিদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *